ফরিদগঞ্জে মোবাইল নিয়ে ঝগড়া ॥ কিশোর খুন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
ফরিদগঞ্জে মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরি নিয়ে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে ফয়সাল হোসেন (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। সোমবার রাত আটটায় উপজেলার নয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামের মুসলিম গাজীর ছেলে ফয়সাল হোসেনের সাথে পাশ^বর্তী বাড়ির আবুল কালামের ছেলে রাসেল হোসেন (২৪) এর সাথে মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রাসেল ফয়সালকে কিল-ঘুষি মারে । এতে ফয়সাল অচেতন হয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে । পরে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহ আলম কিশোর নিহত হওয়ার কথা স্বীকার বলেন, ঘটনাস্থল থকে লাশ উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত পলাতক রয়েছে