সাত জেলের কারাদন্ড
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারাচর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল ৯টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন ও নাজনিন সুলতানা।
জানা যায়, মুষ্ঠিমেয় কিছু অসাধু জেলে চাঁদপুর মেঘনা নদীর লগ্মিমারাচর এলাকায় ইলিশ ধরার জন্যে নদীতে জাল ফেলে। খবর পেয়ে বুধবার রাতে ওই এলাকা পরির্দশনে যান চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ও জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমানসহ একটি বিশেষ টিম। এ সময় হাতেনাতে ৭ জেলেকে আটক করা হয়। সকালে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, ০১-২২ অক্টোবর মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে আমার নিরলস কাজ করে যাচ্ছি। কথিপয় অসাধু জেলে নদীতে নামলেও প্রায় ৯০ ভাগ জেলে মাছ ধরা থেকে বিরত রয়েছে। আমরা আশা করছি, পূর্বের তুলানায় এবছর আরো ভালোভাবে কর্মসূচি বাস্তবায়ন হবে।