চাঁদপুরে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা- ২০১৬ প্রদান অনুষ্ঠান ২৫ নভেম্বর
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা- ২০১৬’ প্রদান অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে আগামী পুর ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬.৩০টায় চাঁদপুর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিল্পকলা’র বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চতুর্থবারের মতো চাঁদপুরের পাঁচজন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হচ্ছে। এ বছর সম্মাননা পাচ্ছেন : সৃজনশীল সংগঠক বিভাগÑ জীবন কানাই চক্রবর্তী; আবৃত্তি ও উপস্থাপনাÑ অজয় ভৌমিক; কন্ঠ সংগীতÑ রূপালী চম্পক; নাট্যকলাÑ শহীদ পাটোয়ারী এবং সৃজনশীল সংস্কৃতি গবেষণাÑ প্রকৌ. মো: দেলোয়ার হোসেন । সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি এমপি সভাপতি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার; জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের সভাপতি মোঃ আব্দুস সবুর মন্ডল। সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করার জন্য চাঁদপুরবাসী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহ।