চাঁদপুরে সাড়ে তিনশ ফিটনেসবিহীন গাড়ি!
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সাড়ে তিনশ ফিটনেসবিহীন গাড়ির তালিকা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চাঁদপুর সার্কেল। তালিকানুযায়ী প্রত্যেক মালিক পক্ষকে নোটিশ দেয়া হলেও কোনা সাড়া মিলছে না। যদিও ইতোমধে এব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানানা সংশ্লিষ্ট কার্যলয়ের শীর্ষ কর্মকর্তা। যদি তারপরেও মালিক পক্ষ যোগাযোগ না করেন তবে শীঘ্রই ওসব গাড়ির রেজিস্ট্রিশন নম্বর বাতিল করতে সরকারি সিদ্ধান্ত চুড়ান্ত পর্যায়ে আছে।
বিআরটি কার্যলয় সূত্রে জানা যায়, বিআরটি এর মাসিক সমন্বয় সভা মোতাবেক যে গাড়ির দশ বছরের অধিক সময় অথচ ফিটনেস করানো হয়নি সেসব গাড়ির রেজিষ্ট্রেশন স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক কম্পিউটার আই.এস. সফটওয়্যার থেকে গত ৩নভেম্বর ২০১৬ সালে দশ বছরের অধিক সময়ের ফিটনেসবিহীন মোটরযানের চুড়ান্ত তালিকা সংগ্রহ করা হয়। বিআরটিএ চাঁদপুর সার্কেলের মোটরযান পরির্দশক কর্তৃক স্বাক্ষরিত তালিকায় ৩শ ৪১টি গাড়ির রেজিস্ট্রিশন নম্বর, ইস্যূ তারিখ, মেয়াদোর্ত্তীণ তারিখ, মালিকের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে। প্রত্যেক গাড়ির মােিকর তালিকায় উল্লেখিত ঠিকানায় নোটিশ দেয়া হলেও মালিক কিংবা মালিক পক্ষ কেউ কোনো প্রকার যোগাযোগ করছে না।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি চাঁদপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শেখ মোহাম্মদ ইমরান জানান, তালিকায় উল্লেখিত প্রত্যেকটি গাড়ির মালিকের বাড়ির ঠিকানায় চিঠি দিয়েছি কিন্তু আজো পর্যন্ত কোনো মালিক চিঠির উত্তর দেয় নি। ওই গাড়িটা কী আছে, নাকি নাই আমরা কিছুই বুঝতে পারছি না। বারবার আমরা মালিকদের চিঠি দিচ্ছি কিন্তু কেউ আমাদের সাথে যোগাযোগ করছে না। দশবছরের বেশি সময় ধরে যেসব গাড়ি ফিটনেস নেই সরকারি সিদ্ধান্ত মোতাবেক গাড়ির রেজিস্ট্রিশন বাতিল করা হবে। সর্বশেষ আরো একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রেজিস্ট্রিশন বাতিলের ব্যাপারে কাজ শুরু হবে।