পদত্যাগপত্র জমা দিলেন হাথুরুসিংহে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাথে কাজ করার কথা ছিল হাথুরুসিংহের। বিসিবি পদত্যাগপত্র গ্রহণ করলে সেটি আর হচ্ছে না। বিসিবির কর্মকর্তারা হাথুরুসিংহের পদত্যাগপত্রের বিষয়টি নিয়ে নিয়ে কিছু বলতে চাননি। তবে বিষয়টি তারা অস্বীকারও করেননি।
হাথুরুসিংহকে কোচ বানাতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনাও চলছে বলে জানিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দল হাথুরুসিংহের অধীনে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ আসরের সেমিফাইনালে খেলার সাথে বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের মতো শক্তিশালি দলকে হারানোর গৌরব অর্জন করে।
হাথুরুসিংহের অধীনে অনেক সাফল্য আসলেও বেশ কিছু কারণে কয়েকবার বিতর্কিত হয়েছেন এই কোচ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলের বাজেভাবে হেরে যাওয়ার পর তার বিপক্ষে কঠোর সমালোচনায় মাতেন ক্রিকেট বিশ্লেষকরা।