১-০ তে এগিয়ে গেলো নিইজিল্যান্ড
ক্রীড়া ডেস্কঃ
শেষ পর্যন্ত এক ইনিংস ও ৬৭ রানে পরাজয় বরণ করল ক্যারিবিয়ানরা।
কিউইদের ৫২০ রানের জবাবে ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যায়। ফলোয়ানে পড়ে দ্বিতীয় ইনংসেও ভালো খেলা উপহার দিতে ব্যর্থ হয় দলটি। দ্বিতীয় ইনিংসে তারা মোট ৩১৯ রান সংগ্রহ করে। ইনিংসের চতুর্থ দিনে এসে কিউই পেসাররা তাদের আর বেশিদুরে এগোতে দেইনি। আগের দিনে ৭৯ রানে ব্যাটিং এ থাকা ব্রাথওয়েট ধিরে ধিরে সেঞ্চুরির দিকে এগোতে থাকলেও স্যান্টনারের বলে এল বি ডাব্লিউ হয়ে মাঠের বাইরে ফেরত যায়। এরপর আর কোন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কিউইদের বলের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।
কিউইদের পক্ষে ৫৭ রান দিয়ে তিনটি উইকেট নেন হ্যানরি এবং বোল্ট, কলিন ডি গ্রান্ডহাম ও ওয়াগনার দুটি করে উইকেট নেন।
এ জয়ের ফলে দুই টেষ্ট ম্যাচ সিরিজে ১মটিতে জিতে ১-০ তে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।