মুক্তিযোদ্ধার জাল সনদে চাকুরি; যুবকের পাঁচ বছর কারাদন্ড

 In জাতীয়, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে মুক্তিযোদ্ধার সনদ জাল করে মাধ্যমে পুলিশ চাকুরি নেয়ার অপরাধে নুরুল ইসলাম নামের এক যুবককে পাঁচ বছর কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে চীফ জুডিশয়াল আদালতের ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান এ রায় দেন।
মামলার এজাহারে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার মহদ্দির বাগ গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম জাল সনদ দিয়ে বাংলাদেশ পুলিশের চাকুরি নয়। বিষয়টি জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক সুদুল কান্তি বড়–য়া গত ২৯ জুন ২০১১ সালে দন্ডবিধি ৪৬৮ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৪/১১। তারপর মামলাটি চাঁদপুর সদর কোর্টে জিআর মামলায় নথিভূক্ত হয়। যার নম্বর ২৮৮/১১। মামলার তদন্ত শেষে একই বছরের ২৯ সেপ্টম্বর চার্জসীট দাখিল করেন উপ-পরিদর্শক আবদুর রব। আদালত ৬জনের সাক্ষ্য শেষে মুক্তিযোদ্ধার সনদ জাল করার অপরাধে দোষি সাব্যস্থ করে দন্ডবিধির ৪৬৮ ধারায় ৫বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে।
চাঁদপুর কোর্টের আইনজীবী মাহবুবে খোদা(পিপি) জানান, আসামীর উপস্থিতিতে বিচার রায় ঘোষণা করেন। আমরা রায়ে সন্তুষ্ট।

Recent Posts

Leave a Comment