চাঁদপুরে বিষপানে রাজমিস্ত্রির আত্মহত্যা
চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়পুর এলাকায় পারিবারিক কলোহের জের ধরে ইউনুছ মিয়াজী (৩৮) নামে এক রাজমিস্ত্রি বিষপাণে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়নপুর চাপাতলি গ্রামের মিয়াজী বাড়ীতে এ ঘটনা ঘটে। ইউনুছ ওই বাড়ীর হানিফ মিজির ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের স্ত্রী আছিয়া বেগম জানান, সকাল ৯টায় ইউনুছ এর বড় ভাই মান্নান মিয়াজীর সাথে পারিবারিক বিষয় নিয় বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে সে ঘরে থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম ইউনুছকে মৃত বলে ঘোষনা করেন। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।