মঞ্চে আসতেই স্কার্ট খুলে গেল তারকার

 In প্রধান খবর, বিনোদন

অস্ট্রেলিয়ার ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’-এ প্রকাশ্য মঞ্চে পোশাক বিড়ম্বনায় পড়লেন তারকা প্রতিযোগী কোর্টনি অ্যাক্ট। হাত উঁচু করে মঞ্চে হাজির হতেই হঠাৎ খুলে যায় তার স্কার্ট। এতে সম্পূর্ণ অনাবৃত হয়ে যান তিনি। তড়িঘড়ি পোশাক তুলে নিজেকে ঢাকার চেষ্টা করলেও ব্যর্থ হন। মুহূর্তে জ্বলে ওঠে শত শত ক্যামেরার ফ্লাসলাইট। পুরো ঘটনার ভিডিও ততক্ষণে জমা হয়েছে অসংখ্য দর্শকের মোবাইল মেমরিতে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিওটি। সময় লাগেনি ভাইরাল হতেও।

অস্ট্রেলিয়ায় টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত মুখ কোর্টনি। সেই সুবাদেই রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ঘরে ঢোকার আগে শোয়ের সঞ্চালিকা এমা উইলিসের সঙ্গে ক্ষণিকের সাক্ষাৎকার সারেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে নেমে মঞ্চে পা রাখতে যান। সেখানেই ঘটে বিপত্তি। পরনের স্কার্টটি সম্পূর্ণ খুলে যায় কোর্টনির। দুঃখের বিষয়, কোর্টনির পোশাকের নিচে কোন অন্তর্বাসও ছিল না। কোনোমতে তা তুলে প্রকাশ্যে মঞ্চ দিয়েই ঘরের দিকে দৌড় দেন।

 

সেখানে গিয়েও একই বিপত্তি। ঘরে ঢুকে অন্যান্য প্রতিযোগীর সামনে স্কার্ট খোলার জন্য দুঃখ প্রকাশ করেন কোর্টনি। স্কার্ট খুলে যাওয়ার আক্ষেপ করতে করতেই ফের খুলে যায় স্কার্ট। হতবাক হয়ে যান ঘরের অন্যান্য তারকারাও।

দু’টি ভিডিওই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ পোশাক বিভ্রাটের জন্য দুঃখপ্রকাশ করেছেন বটে, তবে বেশিরভাগ নেটিজেনই এ ঘটনাকে ইচ্ছাকৃত বলে মতামত দিয়েছেন। তাদের দাবি প্রচারের আলোয় থাকতে ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন কোর্টনি। তবে কারণ যাই হোক, এপিসোডটি বেশ ভালোই টিআরপি পেয়েছে। এখনও ভিডিওটি ইন্টারনেটে দাপিয়ে বেড়াচ্ছে।

Recent Posts

Leave a Comment