চাঁদপুরে ৭ জেলের ১ বছর কারাদন্ড
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান জেলেদের এই সাজা প্রদান করেন।
চাঁদপুর নৌ-পুলিশ আজ ভোর থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে।
অভিযানকালে ২০ হাজার মিটার জাল, ৫০ কেজি জাটকা ও ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
Recent Posts