ব্রেইভ গ্রীন ফিল্ম ফেস্টিভ্যাল
‘আমাদের পরিবেশ আমরাই সাজাবো’-এ সস্নোগানকে সামনে রেখে পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠন বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ)-এর উদ্যোগে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারের অংশ হিসেবে উন্মুক্ত চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ‘ব্রেইভ গ্রীন ফিল্ম ফেস্টিভ্যাল’ শিরোনামে জাতীয় পর্যায়ের চলচ্চিত্র প্রদর্শনী আগামী জুলাই মাসে চাঁদপুর জেলায় অনুষ্ঠিত হবে। পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচারে আগ্রহী শিক্ষার্থী ও তরুণ নির্মাতাদের নিয়ে পরিবেশ বিষয়ক অডিও ভিজ্যুয়াল নির্মাণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের নির্মিত অডিও ভিজ্যুয়াল চলচ্চিত্র উৎসব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে। আগ্রহীদের আগামী ১৫ মে ২০১৮ এর মধ্যে নিবন্ধনের জন্যে িি.িভধপবনড়ড়শ.পড়স/নৎধাব.ড়ৎম ফেসবুক পেজ ইনবঙ্ েযোগাযোগ করার অনুরোধ করা গেল।