লেখক পরিষদের বৈশাখ উদযাপন ও আলোচনা সভা
চাঁদপুর লেখক পরিষদ আয়োজিত বৈশাখ উদ্যাপন, সাহিত্য পাঠ ও আলোচনা সভা গতকাল ২৮ এপ্রিল সন্ধ্যা সাতটায় সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহম্মেদ মিন্টু এবং বিশিষ্ট কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সোহেল রানা, লেখক আব্দুল গণি, গৌতম রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, লেখক পরিষদের সাবেক সভাপতি ফতেউল বারী রাজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব নূরে আলম পাটোয়ারী। মূল প্রবন্ধ পাঠ করেন শাহমুব জুয়েল।