ভর্তি তালিকায় চাঁদপুর মেডিকেল কলেজ!

 In চাঁদপুর, প্রধান খবর, বিশেষ প্রতিবেদন, লিড নিউজ

স্টাফ রিপোর্টারঃ
চিকিৎসক হতে ইচ্ছু শিক্ষার্থীদের কলেজের তালিকায় চাঁদপুর মেডিকেল কলেজের নাম অর্ন্তভূক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তালিকায় ৪৬ নম্বর নামটিই হলো চাঁদপুর মেডিকেল কলেজ। চলতি বছরের ১এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমেও নাম অর্ন্তভূক্ত হলো। এমন খবর শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। চাঁদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করছেন।
ফেসবুকে চাঁদপুরের যুবক ইলিয়াস সুমন লিখেছেন, কথা রেখেছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ ডা: দিপু মনি এমপিকে। মেডিকেল কলেজ দেওয়ার মাধ্যমে চাঁদপুর বাসীর স্বপ্ন পূরণে আপনার নিরলস প্রচেস্টা আমাদের ঋণী করছে। আগামীতে আপনার হাত ধরে আরো অনেক স্বপ্ন পূরণ হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী লেখেন, অবশেষে আল্লাহর মেহেরবাণীতে চাঁদপুরে মেডিকেল কলেজ অনুমোদন পেলো। আাসছে সেশনে এই মডিকেল কলেজে ৪৯ টি সীটে ছাত্র ছাত্রী ভর্তি হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই জেলাবাসীর পক্ষ থেকে। গত ক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামের জনসভায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জয়তু প্রধানমন্ত্রী। আর ডাঃ দীপু মনি এমপিসহ চাঁদপুরের সকল সাংসদ ও মন্ত্রী, বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও জানাই কৃতজ্ঞতা।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী ফেসবুকে লেখেন, চাঁদপুরে মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি দেয়া হয়েছে। শেখ হাসিনাকে চাঁদপুরবাসীর অভিনন্দন।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে নির্মাণ করা হবে চাঁদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ইতোমধ্যে প্রায় ৩১ একর জমির ওপর এ হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নিয়মানুযায়ী ভুমি অধিগ্রহণসহ সকল কাজ সম্পন্ন হলে এই স্থানেই কলেজটি প্রতিষ্ঠা করা হবে। এতে চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ সহজে স্বাস্থ্য সেবা পাবেন। নৌপথে রোগি নিয়ে আসার সুবিধা পাবেন ৪ জেলার মানুষ। সড়ক পথেও আসার সুবিধা রয়েছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ সাইদুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন, আমরা আন্তরিক ভাবে অপেক্ষায় ছিলাম যেন এ সেশনেই চাঁদপুর মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এমন খবরে আমরা খুবই খুশি।

Recent Posts

Leave a Comment