” আমি মানুষ চিনেছি, আমি অমানুষ চিনেছি”

 In প্রধান খবর, শিল্প-সাহিত্য
                                                                                     ” আমি মানুষ চিনেছি,
                                                                                     আমি অমানুষ চিনেছি”
                                                                                        মাহবুব আলম
আমি অমানুষ দেখেছি।
মহামারি দুর্যোগে উন্মোচিত হওয়া মানুষের আসল রুপ আমি দেখেছি।
আশি বছরের বৃদ্ধ নজিমুদ্দিন চাচা কে ভিক্ষা করে জমানো টাকা ইউএনওর ত্রান তহবিলে,
জমা দিতে দেখেছি।
এখন ! নাকি নির্বাচনে কখন ইনবেষ্ট করা মুক্ষম সময়? এমন সিদ্ধান্ত হীনতার বড় বড় শিল্পপতি ব্যবসায়ী দেখেছি।
ত্রান দেওয়ার নামে রাজনীতি দেখেছি,
ত্রান দেওয়ার নামে আত্ব প্রচার প্রচারনা দেখেছি।
দুঃসময় দুর্যোগ পুজি করে কৌশলে চাঁদাবাজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করা দেখেছি।
আমি মানুষ দেখেছি,
আমি অমানুষ দেখেছি।
ঘর সংসার বাসা বাড়ি ছেড়ে আক্রান্তদের পাশে নিজের জীবন উৎসর্গ করা ডাক্তার দেখেছি।
হাসপাতাল চেম্বার ক্লিনিকে তালা মেরে পালিয়ে যাওয়া ডাক্তার দেখেছি।
আমি মানুষ চিনেছি,
আমি অমানুষ চিনেছি।
লক্ষ কোটি টাকা কামাই করা
কর্মীদের খোঁজ খবর না নেওয়া,
প্রিয় নেতা দের আসল রুপ আমি দেখেছি।
নেতা কর্মীদের ঘরে ঘরে গোপনে খাদ্য সহায়তা পৌছে দেওয়া নেতাদের চিনেছি।
ত্রানের চাল ডাল তেল চুরি করা জন প্রতিনিধি দেখেছি।
নিজে না খেয়ে অপরের ঘরে খাবার পৌছে দেওয়া জনপ্রতিনিধি দেখেছি।
আমি মানুষ চিনেছি,
আমি অমানুষ চিনেছি।
আমি মানুষের সংগঠন দেখেছি,
আমি অমানুষের সংগঠন দেখেছি।
হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তৈরী , বিতরন, কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া সংগঠন ছাত্রলীগ দেখেছি।
ফেইজবুক ইউটিউব বসে থাকা সুশিল কুশিল গুজব প্রচার কারী সংগঠন দেখেছি।
মাথায় ত্রানের বস্তা নিয়ে ঘরে ঘরে পৌছে যাওয়া জনতার বন্ধু পুলিশ দেখেছি।
মৃতের দাপন কাপন যানাজা না দেওয়া আত্বীয় অনাত্বীয় পাড়া প্রতিবেশী আলেম জালেম দেখেছি।
আমি মানুষ দেখেছি।
আমি একজন ইউএনও কিংবা এক জন ওসি কে মৃতের যানাজা পড়াতে দেখেছি।
লাশ দাপন কাপন করতে পুলিশের গর্বিত সদস্যদের দেখেছি।
আমি অমানুষ দেখেছি।
গভর্নিং বডি’র ভাপতির স্বাক্ষরের অভাবে বেতন তুলতে না পারা শিক্ষকের নিধারুন কষ্ট আমি দেখেছি।
আমি মানুষ দেখেছি।
আঠারো কোটি দুঃখী মানুষের নেতৃত্বে একজন রাষ্ট্রনায়ক জন নেত্রী শেখ হাসিনাকে দেখেছি।
সমাজের সকল শ্রেনী পেশার মানুষের ধারে খাদ্য আর্থিক সহায়তা পৌছে দেওয়া এক জন মানবতার জননী শেখ হাসিনাকে দেখিয়াছি।
আমি মানুষ দেখেছি,
আমি অমানুষ দেখেছি
আমি মানুষ চিনেছি
আমি অমানুষ চিনেছি।
যাদের আমি মানুষ ভাবতাম।
যারা নিজেকে মানুষ ভাবে।
মানুষ আর অমানুষ
চেনা যায় কাজে -কর্মে।
Recent Posts

Leave a Comment