ভারতে ২৪ ঘণ্টায় ৮৩৮০ করোনা রোগী শনাক্তের রেকর্ড;

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৮০ জন, যা একদিন সর্বোচ্চ। এ সময়ের মধ্যে এ রোগে মারা গেছেন ১৯৩ জন।

রোববার (৩১ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় এনডিটিভি।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ১৬৪ জন।

ভারতে এ প্রথম একদিনে ৮ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। গত তিনদিন ধরেই রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হওয়া অব্যাহত রয়েছে। রোগীসংখ্যার দিক থেকে বিশ্বে নবম স্থানে রয়েছে ভারত। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চলের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ। এর মধ্যে মহারাষ্ট্রে মোট শনাক্ত ৬৫ হাজার ১৬৮ জন, যা সর্বাধিক।

এদিকে দু’মাসের লকডাউনের পর জুন থেকে ধাপে ধাপে অর্থনৈতিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে ভারত।

Recent Posts

Leave a Comment