প্রানঘাতী করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু-৪৩, আক্রান্ত-৪০০৮

 In দেশের ভেতর, লিড নিউজ

মেহেদী হাসান দিপু, ঢাকা:

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। গত ৮ই মার্চ ২০২০ প্রথম বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা জন ৯৮ হাজার ৪৮৯ জন এবং সর্বমোট মৃত্যু বরন করেছেন ১ হাজার ৩০৫ জন।

৫৯ টি পরীক্ষাগার থেকে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯২২ টি এবং পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭ টি। বুধবার (১৭ই জুন) দুপুর আড়াইটার নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ৫৯ টি ল্যাবরেটরি থেকে ৩ হাজার ৯৯ জনের শনাক্তের কথা নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

এক পর্যায়ে তিনি বলেন, মহামারী করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং যাবতীয় সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এই নিয়ে সারাদেশে মৃত্যুর সংখ্যা হাজারের উর্ধে। অন্যদিকে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সারাদেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন।

Recent Posts

Leave a Comment