হাইমচর সরকারী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু

 In পড়া লেখা, হাইমচর উপজেলা

মোঃ হাসান আল মামুনঃ

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাইমচর সরকারী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলছে এ ভর্তি  কার্যক্রম। হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের ৩ বিভাগে ৯শত শিক্ষার্থী ভর্তিও সুযোগ রয়েছে। এ পর্যন্ত মানবিক শাখায় ৩০০ আসনে ভর্তি হয়েছে প্রায় ৭৬ শিক্ষার্থী, বিজ্ঞান শাখার ৩০০ আসনে ৮০ শিক্ষার্থী, ব্যবসায়ী শাখায় ৩০০ আসনে প্রায় ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টম্বর পর্যন্ত।

এ ব্যাপারে হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা বলেন, কলেজে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের গেটেই মাক্স ও জীবানুনাশক স্পে ব্যবস্থ্ াকরে রেখেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করে যাওয়ার নির্দেশ করা হয়েছে। সরকারী বিধি অনুযায়ী ভর্তি কার্যক্রম আগামী ১৭ সেপ্টম্বর পর্যন্ত চলবে।

Recent Posts

Leave a Comment