কচুয়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক সন্তানের জননীর মৃত্যু
রাকিবুল হাসান, কচুয়া :
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে বিদ্যুতের ত্রুটিপূর্ন তার ছিড়ে শিরিন সুলতানা (২৫) নামের এক সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে। মৃতা গ্রামের পাটওয়ারী বাড়ির আব্দুল হকের কন্যা।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল শেষে শিরিন সুলতানা ঘরে ফেরার পথে হঠাৎ তার গায়ে এলটি লাইন ছিড়ে পড়ে। বাড়ির লোকজন দাবী করেন- কচুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মীদেরকে দফায় দফায় ত্রুটিপূর্ণ তার বদলানোর জন্য বলা হলেও কোন কর্নপাত না করায় এ ঘটনা ঘটে।
কচুয়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, ত্রুটিপূণ তারের ব্যাপারে আমাদের কাছে ইতিপূর্বে কোনো অভিযোগ দেয়া হয়নি।
Recent Posts