কাশ্মীর ফিরলেন লকডাউনে আটকে পড়া বাসিন্দারা

 In দেশের বাইরে

আন্তজার্তিক ডেস্ক :

লকডাউন চলাকালে ভারতের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া ৬ লাখ ১৯ হাজার ১১৭ জন বাসিন্দাকে নিজ অঞ্চলে ফেরত নিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে লক্ষণপুর হয়ে বিশেষ ট্রেন ও বাসযোগে তাদের ফেরত নেওয়া হয়েছে।

বিভিন্ন জেলা থেকে ১ লাখ ৪০ হাজার ২৯২ জন যাত্রীসহ অন্যান্য রাজ্য থেকে ৪ লাখ ৮৮ হাজার ৮২৫ জন যাত্রী এবং বিদেশ থেকে ৯৩৭ জন বাসিন্দাকে লক্ষণপুর হয়ে জম্মু ও কাশ্মীর সরকার ফেরত এনেছে।

পরিসংখ্যান অনুযায়ী, কেবল ১৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সকাল পর্যন্ত ৭৬৬৫ যাত্রী লক্ষণপুরে প্রবেশ করেছেন। সূত্র: ইন্ডিয়া ব্লুমস

Recent Posts

Leave a Comment