আজ শাহ্সুফি হাফেজ মমতাজউদ্দিন দেওয়ান (রহঃ) সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক মাহফিল

 In চাঁদপুর

স্টাফ রিপোর্টার :

আজ শাহ্সুফি হাফেজ মমতাজউদ্দিন দেওয়ান(রহঃ) এর ৩৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিরাট ও দোয়ার মাফজিল আয়োজন করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার হাফেজ মমতাজউদ্দিন দেওয়ান(রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার বাদ আছর হইতে মাহ্ফিলের কার্যক্রম শুরু হয়ে সারারাত ব্যাপী চলবে এবং বুধবার ফজর নামাজ শেষে আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ করা হবে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব নকশেবন্দী মোজাদ্দেদী আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব কাজী মাহাবুবুর রহমান।

মাহফিলে বক্তা হিসেবে ওয়াজ করবেন, হযরত মাওলানা মুফ্তী ফজলুল কাদের বাগদাদী, হযরত মাওলানা আঃ হান্নান নিজামী, হযরত মাওলানা মিজানুর রহমান চাঁদপুরী ও হযরত মাওলানা মমিনুল হক রাজাপুরী।

উক্ত মাহফিলে দেশবরণ্যে পীর মাশয়েখ ও ওলামায়ে কেরামগন তাশরীফ আনিবেন। মাহফিল পরিচালনা কমিটির তরফ থেকে উক্ত মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

Recent Posts

Leave a Comment