ই-পাসপোর্ট করতে খরচ হবে কত?

 In দেশের ভেতর

রহমান রুবেল:

ডিজিটাল বাংলাদেশ রূপায়নের লক্ষ্যে গত ২৪ই ডিসেম্বর চাঁদপুর সহ ৫ টি জেলায় ই-পাসপোর্ট এর কার্যক্রম চালু করা হয়। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটালায়ন বিশ্ব যখন উন্নতি দারগোড়ায় দৌড় দিচ্ছে, সেই সময় বাংলাদেশ পিছিয়ে না থাকার প্রত্যয় নিয়ে ই-পাসপোর্ট এর কার্যক্রম চালু করে।
অনলাইন এর মাধ্যমে ই পাসপোর্ট এর কার্যক্রম চাঁদপুর পাসপোর্ট অফিস কার্যালয় থেকে করা যাবে। ই-পাসপোর্ট করা যাবে দুই ধরণের সাধারণ ও জরুরি ভাবে। যার মেয়াদ, পাতার সংখ্যা ও খরচ বিভিন্ন ধরণের।
সাধারন (২১দিন) মেয়াদ ৫বছর পাতা সংখ্যা ৪৮ খরচ ধরা হয়েছে ৪০২৫ টাকা। পাতা সংখ্যা ৬৪ খরচ ধরা হয়েছে ৬৩২৫ টাকা। মেয়াদ ১০বছর পাতা সংখ্যা ৪৮ খরচ ধরা হয়েছে ৫৭৫০ টাকা। পাতা সংখ্যা ৬৪ খরচ ধরা হয়েছে ৮০৫০ টাকা।
জরুরি (১০দিন) মেয়াদ ৫বছর পাতা সংখ্যা ৪৮ খরচ ধরা হয়েছে ৬৩২৫ টাকা। পাতা সংখ্যা ৬৪ খরচ ধরা হয়েছে ৮৬২৫ টাকা। মেয়াদ ১০বছর পাতা সংখ্যা ৪৮ খরচ ধরা হয়েছে ৮০৫০ টাকা। পাতা সংখ্যা ৬৪ খরচ ধরা হয়েছে ১০৩৫০ টাকা।

Recent Posts

Leave a Comment