চাঁদপুরে ২ছিনতাইকারী আটক
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর নাহার তাদের আটক করেন। আটককৃতরা হলেন সোহেব খাঁন ও শাকিব খাঁন। তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে । শতভাগ মাক্স ব্যবহারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় আটক দুই জন মাক্স ব্যবহার করা নিয়ে জেরা করছিলো। পরে সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশী করে ৫ টি মোবাইল, ৫ টি লাইটার, ৪ টি মেমোরী কার্ড, ১০ গ্রাম গাঁজা, ১ টি গাঁজা সেবনের কলকি, ১ টি ৫০০০ ভোল্টের ইলেক্ট্রিক সট গান , ১০ গ্রাম সাদাপাতা, ফিনতাইয়ে ব্যবহার করা দঁড়ি উদ্ধার পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।