মতলব উত্তরে বিজয় দিবস পালিত   

 In চাঁদপুর, মতলব উত্তর উপজেলা

বোরহান উদ্দিন ডালিম:

চাঁদপুরের মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,  রাজনৈতিক সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ে সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ ও বাজারস্থ দোকানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ  নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,  মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা, মতলব উত্তরের   বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজ মিয়া। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহকারী কমিশনার ( ভুমি)  হাবিবা আফরোজ শাপলা, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম,  মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent Posts

Leave a Comment