নদী ভাঙন কবলিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ
চাঁদপুর সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর ব্যাক্তিগত তহবিল থেকে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের পদ্মা-মেঘনা নদীতে ভাঙন কবলিত ৫শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) দুপুর ১টায় রাজরাজেশ^র মোজাফফরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া।
মাদ্রাসার সুপার মাওলানা হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মুর্শেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পাটওয়ারী প্রমূখ।
সম্প্রতি পদ্মা-মেঘনা ভাঙনে ওই চরে প্রায় অর্ধশত বসত ঘর নদী গর্ভে বিলীণ হয়ে যায়। অনুষ্ঠানে সুজিত রায় নন্দী ঈদের পূর্বেই ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে ক্ষতিগ্রস্থদের আশ^স্থ করেন।