দূর্গত মানুষের পুর্ণবাসন সহযোগিতায় চলচ্চিত্র প্রদর্শনী
প্রেস বিজ্ঞপ্তি:
স্বেচ্ছাসেবী সংস্থা বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) এর আয়োজনে বন্যা দূর্গত মানুষের পূর্ণবাসন সহযোগিতায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে এ বছর জাতীয় পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র রিয়াজুর রিজু পরিচালিত (বাপজানের বায়োস্কোপ) সিনামাটি আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর প্রর্দশন করা হবে। চলচ্চিত্র প্রর্দশনের সমুদয় লভ্যাংশ বন্যা দূর্গত জনগনের জন্য দান করা হবে। চলচ্চিত্রটির দুপুর ২টা, বিকাল ৪.৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা এই তিনটি শো প্রর্দশিত হবে। প্রর্দশনীর জন্য অগ্রীম টিকেট পাওয়া যাবে -জেরক্স পেইজেস, নাজির পাড়া (কলেজ রোড), চাঁদপুর এই ঠিকানায়।
“ভালো সিনেমা দেখুন, বানভাসী মানুষের পাশে দাঁড়ান।” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।