মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

 In প্রধান খবর, ফরিদগঞ্জ উপজেলা

 

*****
মিয়ানমারে নিরিহ মুসলিম হত্যা বন্ধের দাবীতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ রামপুর বাজার দারুস সুন্নাত ফাযিল মাদরাসা শাখা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামপুর ফরিদগঞ্জ সড়কে মাদরাসার শিক্ষক, ছাত্র ও এলকার তৌহিদি জনতার অংশ গ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মহিউদ্দিন। সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান, প্রভাষক মো. শাহ আলম, পীরজাদা শাহ্ মো. কাউছার, ছাত্র হিযবুল্লাহ নেতা খাজা বাকি বিল্লাহ প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবী করে বিশ^ মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহবান জানান এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহযোগিতা করার জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Recent Posts

Leave a Comment