চাঁদপুরেও দূর্গা পূজা শুরু

 In জাতীয়, প্রধান খবর

চাঁদপুর প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত উৎসব শারদীয় দূর্গা পূজা চাঁদপুরেও শুরু হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে দেবী ষষ্ঠাদি কল্পারম্ভ সংকালে দূর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে শুরু হয়েছে পূজা। এবছর দেবী দূর্গা মর্তে আসবে নৌকা ও যাবে ঘোটকে। খুব ভোরে ভক্তবৃন্দের উপস্থিত অনেক কম থাকলেও বেলা যত বাড়ছে মন্ডপে মন্ডপে ভক্তবৃন্দের উপস্থিতিও বাড়ছে। এবছর চাঁদপুরের ১৯০টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Recent Posts

Leave a Comment