মা ইলিশ রক্ষায় মতবিনিময় সভা
চাঁদপুর প্রতিনিধি
পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় সোমবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মাহরুফ হাসান।
মা ইলিশ রক্ষায় গত ১ অক্টোবর থেকে চাঁদপুরের ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে শুরু হয়েছে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা কার্যক্রম।
সভায় উপস্থিত পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মা ইলিশ ও আসন্ন জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাঠ পর্যায়ে চাঁদপুর অঞ্চল পরিদর্শন করেন নৌ পুলিশের ডিআইজি।