সুষমার কাছে তিস্তা সমস্যার দ্রুত সমাধান চাইলেন রওশন

 In প্রধান খবর, রাজনীতি

তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার দ্রুত সমাধানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সহযোগিতা কামনা করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

রোববার রাতে সোনারগাঁও হোটেলে দুজনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

রওশন এরশাদ বলেন, ‘তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা হয়েছে, আমরা এর দ্রুত সমাধান চেয়েছি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত এ বিষয়ে আন্তরিক। তিনি এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।’

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রাত ৮টা ৫০ মিনিট থেকে প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় এই বৈঠক। বৈঠকে রওশন এরশাদের সঙ্গে ছিলেন সংসদেরর বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, নুরে হাসনা লিলি চৌধুরী এমপি, ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতি ও নুরুল ইসলাম মিলন।

Recent Posts

Leave a Comment