দেশের ৭৫ভাগ অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ: চাঁদপুরে আইজিপি
চাঁদপুর প্রতিনিধি
দেশে যেসব অপহরণের ঘটনা ঘটে এরমধ্যে শতভাগ না হোক অন্তত ৭৫ভাগ অপহৃতকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শুক্রবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পুলিশ লাইনের নবর্নিমিত গেইট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, দেশে যত নিখোঁজ হয়। আমরা মামলা নেই। তারপর উদ্ধার তৎপরতা শুরু করি। সাংবাদিক উৎপল দাসসহ যারা অপহরণ বা নিখোঁজ হয়েছে আমারা তাদের উদ্ধারে কাজ করছি। উদ্ধার করতে পারলেই প্রত্যেকটা অপহরণের মূল রহস্য উদঘাটন করতে পারবো। আপনারা আমাদের উপর ভরসা রাখুন আমরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছি। আর দেশের আইন শৃংখলা ভালো আছে বলেও জানান আইজিপি।
প্রসঙ্গত; চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিত প্রধান অতিথির পদ অলংকৃত করতে শুক্রবার সকালে চাঁদপুরে আসেন আইজিপি। শনিবার সকালে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।