২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, একই অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে ৮ ডলার বেড়েছে। গত অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬০২ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৮ হাজার ১৬০ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ১৩১৬ মার্কিন ডলার।
বিবিএস সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিলো ৭ দশমিক ১০ শতাংশ সেটা বেড়ে হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। এর ফলে জিডিপির আকার বেড়ে হয়েছে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। দেশ স্বাধীনের ৩৪ বছরে জিডিপির আকার ছিলো ১০০ বিলিয়ন মার্কিন ডলার সেটা এখন ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।
মূলত জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধির কারণেই মানুষের গড় মাথাপিছু আয়ও বেড়েছে। গুরুত্বপূর্ণ ৩টা খাতের মধ্যে কৃষিখাতে ২ দশমিক ৯৭, শিল্পখাতে ১০ দশমিক ২২ ও সেবাখাতে ৬ দশমিক ৬৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, এটা আমাদের নতুন ইতিহাস। বৃত্ত ভেঙে এখন রেকর্ড পরিমাণ জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ শতাংশ। আমাদের মাথাপিছু আয়ও বেড়ে হয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। ২০১৯ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে যাবে। আশা করছি ২০৩০ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৯ থেকে ১০ শতাংশের মধ্যে থাকবে। তাহলেই আমরা আমাদের ২০৪১ সালের প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারব।
বর্তমানে সারা বিশ্বে কম সময়ে মাত্র ৩টি দেশ জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে অর্জন করল। বাকি দেশ দুটি কম্বোডিয়া ও ইথিওপিয়া।