তাহলে এই কারণে নেতৃত্ব খোয়ালেন মুশফিক?
‘নির্দিষ্ট কোনো কারণ আছে তা না। থাকলেও সবসময় তা বলা যায় না। আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়া দরকার, আর আমরা মুশফিকের কাছ থেকে সেরা ব্যাটিংটা চাই, তাই তাকে চাপমুক্ত করতেই এই পদক্ষেপ।’ আগের দিন মুশফিকুর রহীমকে টেস্ট সংস্করণের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এমনটাই বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু একদিন পরই সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের নিয়মিত ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন ভিন্ন কথা। মাঠের বাইরের আচার-আচরণের কারণেই মুশফিকের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
অধিনায়ক মুশফিকের সমালোচনা করলেও খেলোয়াড় মুশফিকের দারুণ প্রশংসা করেছেন সুজন। এছাড়াও নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন, ‘মুশফিক আমাদের জন্য দারুণ একজন ক্রিকেটার। সে দারুণ খেলোয়াড়। সে আমাদের জন্য ব্যাটিং স্তম্ভ, আমরা সব সময় বলি মুশফিক দুর্দান্ত। এটাতে আমরা দ্বিমত করি না। ক্রিকেটে কথা আছে, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড (মাঠ ও মাঠের বাইরে)। আমার মনে হয় বিসিবির এটা মাথায় আছে। এরকম পারফরম্যান্সের একজন অধিনায়ককে বাদ দেওয়া হলো কিনা সেটা নিয়ে তর্ক থাকবেই। তবে আমার মনে হয় সাহসী সিদ্ধান্ত নিতে হয়, যেটা বাংলাদেশ দলকে সাহায্য করবে। আমরা সব সময় চিন্তা করি বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
মুশফিককে যে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে তা অনেক আগেই বোঝা গিয়েছিল। তার আচরণে বেশ কয়েকবার অসন্তুষ্ট হয়ে ছিলেন কোচ-টিম ম্যানেজমেন্ট। বোর্ড সভাপতিও তার নেতৃত্বে দক্ষতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। তবে যে কারণেই হোক টিকে গিয়েছিলেন তিনি। তবে এবার আর রাখা সম্ভব হয়নি বলেই সরিয়ে দেওয়া হয় তাকে।