দাউদকান্দির হত্যা মামলার বাদীকে কচুয়ায় ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা
কচুয়া প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলোচিত হত্যা মামলা আমির হোসেন রাজন (৩২) হত্যা মামলার বাদী তার বড় ভাই ইঞ্জিঃ মোঃ বিল্লাল হোসেনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর পালাখাল মোড়ে তাকে আটক করে একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা তার পকেটে বেশ কিছু ইয়াবা দিয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমানের নির্দেশে একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে ইঞ্জিঃ বিল্লাল হোসেন কচুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত। আগামীকাল বুধবার কুমিল্লার রেঞ্জ আদালতে তার ভাই রাজন হত্যা মামলার শুনানি। এ উপলক্ষে তিনি এদিন বিকেলে কর্মস্থল কচুয়া থেকে দাউদকান্দি নিজ বাড়িতে যাওয়ার সময় পথি মধ্যে কচুয়া ফায়ার সার্ভিস সংলগ্ন সুরমা কাউন্টার ও উত্তর পালাখাল মোড়সহ পৃথক দুটি স্থানে আটক করে শারীরিক লাঞ্চিত করে ইয়াবা দিয়ে ফাঁসানোরর চেষ্টা করে।
এ ঘটনায় বিল্লাল হোসেন কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন