উন্নয়ন মেলা বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস কনফারেন্স মঙ্গলবার
আগামীকাল ১১ জানুয়ারি থেকে চাঁদপুর স্টেডিয়ামে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উন্নয়ন মেলার লক্ষ্য, উদ্দেশ্যে ও ভিডিও কনফারেন্স ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের অবহিত করার জন্যে আজ বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ প্রেস কনফারেন্সে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
Recent Posts