স্বর্ণের ভরির দাম আবারও ৫০ হাজার ছাড়িয়েছে
স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে। বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি কিনতে গুনতে হবে ৫০ হাজার ৭৩৮ টাকা। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর স্বর্ণের দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৫৩৬ টাকা। তবে রুপার দাম আগের মতোই প্রতি ভরি ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪১ হাজার ৮৭৪ টাকা ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৫ হাজার ৬৬১ টাকা দরে বিক্রি হচ্ছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। অলংকার তৈরিতে স্বর্ণের দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।
ব্যবসায়ীরা জানান, ২০১২ সালে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম বাড়তে বাড়তে ৬০ হাজারে উঠেছিল। এরপর বিভিন্ন সময়ে উঠানামার পর ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ৫০ হাজার টাকার নিচে নেমে আসে। গত সেপ্টেম্বরে তা আবার ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলেও পরের চার মাসে ৫০ হাজার টাকার নিচেই ছিল।
এখন দুই সপ্তাহের ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১ হাজার ৪০০ টাকা। অন্যান্য মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৩০০ টাকার মতো।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সাংবাদিকদের জানান, দেশে বিয়ের মৌসুম চলার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় সরবরাহ কম। এছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম বেশি। সার্বিক বিষয় বিবেচনায় নিয়েই স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।