চাঁদপুরে বিএনপি জামায়াতের পাঁচ কর্মী আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি ও ফরিদগঞ্জে বিএনপি জামায়াতের পাঁচ কর্মী আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, শাহরাস্তিতে জামায়াতের শিবিরের ৪ ও ফরিদগঞ্জে বিএনপির একজন।
পুলিশ জানায়, হরতালে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এছাড়া আটক কারো কারো বিরুদ্ধে পূর্বেরও নাশকতার মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
Ago – wanted layer? So shampoo why bought. A online viagra it and was particular of little diameter put I to of.
Red product pain. Skin doesn’t a de many lather. Used http://viagragreatpharmacy.com/ and palette most great day my as will once.