বিএনপি রাজনৈতিক জ্ঞান শুন্য হয়ে কর্মসূচি দিচ্ছে: মায়া
চাঁদপুর প্রতিনিধি
বিএনপি বর্তমানে রাজনৈতিক জ্ঞান শুন্য হয়ে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চোধূরী মায়া।
মন্ত্রী রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইন শৃংখলা সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ।
তিনি বলেন, বিএনপির হরতাল অবরোধ কর্মসুচি বর্তমানে পাগলের কারবারে পরিনত হয়েছে। কাগজে বিবৃতি নির্ভর কর্মসুচি এখন আর কেউ পালন করেন না । বিএনপির আন্দোলনের বাতি এখন নিভু নিভু করছে যে কোন সময় এটি নিভে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশংখলা সভায় জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও এ্যাড. নুরজাহান মুক্তা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ।
testosterone for sale \\ http://buyanabolicsteroidscheap.com/ \\ how to get a bigger penis \\ the smart pill \\ HGH pills