চাঁদপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে বজ্রপাতে বিল্লাল হোসেন গাজী (৪০) নামের এক কৃষক মারা গেছে। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন। শনিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন চরপতেজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন তিন ছেলে ও এক মেয়ের জনক। আহতরা হলেন, মনির হোসেন(৩৫) ও আলী হোসেন (২০)। তার বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, দুপুর মাঠে কাজ করছিল বিল্লাল। এসময় হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হয় । এসময় বজ্রপাতে বিল্লালসহ আরো দুইজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরিদুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।