চাঁদপুরে এক স্কুলের ১২ জন ছাত্রী একসাথে অসুস্থ্য হয়ে পড়ায় আতঙ্ক
চাঁদপুর।- online pharmacy hydrocodone চাঁদপুর শহরের আল-আমিন একাডেমির ছাত্রী শাখার ১২ জন শিক্ষার্থী একই সাথে সোমবার দুপুরে অসুস্থ্য হয়ে পড়ার ঘটনায় ওই বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। অসুস্থ্য ছাত্রীদের চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার দুপুর ২ টার দিকে ওই বিদ্যালয়ের ১০ম’ শ্রেণিতে ইংরেজি বিষয়ের ক্লাশ চলাকালীন ‘ক’ শাখার ছাত্রী জেরিন আক্তারের হঠাৎ শ্বাস কষ্ট দেখা দেয় এবং সে বমি করতে শুরু করে। মুহূর্তেই তার হাত-পা ব্যাঁকা হয়ে
আসতে শুরু করে। তার শুশ্রুষা চলাকালে ওই শ্রেণির আরো বেশ কয়েকজন ছাত্রী একইভাবে অসুস্থ্য হয়ে পড়ে। এভাবে একের পর এক ১২
জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে তাদের বিদ্যালয় লাগোয়া আল-আমিন হাসপাতাল, প্রিমিযার হাসপাতাল, মিডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেবার পর কয়েকজন সুস্থ্য হয়ে craigslist cialis toronto উঠে। তবে বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের কেউই এমন অসুস্থ্যতার সুনির্দিষ্ট কারণ বলতে পারেন নি। তাদের কারো কারো মতে, এটা অতিরিক্ত গরম, পানি শূণ্যতা এবং ক্ষুধার কারণে এমনটি হতে পারে। বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।