চাঁদপুরের মেঘনায় চলন্ত কার্গোতে বজ্রপাতে শ্রমিক নিহত
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে চলন্ত কার্গোতে থাকা নবীর হোসেন (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় চলন্ত বালিভর্তি কার্গো জাহাজ নসিব-২ এ এ ঘটনা ঘটে। এসময় কার্গোর সুকানি রাকিব হোসেন (২৬) আহত হয়।
নিহত নবীর হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফোরকান গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে, আহত রাকবি একই এলাকার বশির হোসেন মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শী জাহাজের অন্যান্য শ্রমিকরা জানায়, নবীর হোসেন জাহাজের লস্করের দায়িত্ব পালন করতো। ঘটনার সময় সে জাহাজের সামনের দিকে ছিলো এবং আহত রাকিব সুকানির দায়িত্বরত অবস্থায় জাহাজের ছাদে অবস্থান করছিলো। শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টির পর বজ্রপাত হলে নবীর হোসেনসহ দুইজন মারাত্মক আহত হয়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত বলে জানায়।
চাঁদপুর মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, আমি এখনো এমন কোনো খবর পাইনি।