চাঁদপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে কার্গো ভ্যান জব্দ
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় কার্গো করে অবৈধভাবে গ্যাস বিক্রি করার সময় কার্গোভ্যানটি জব্দ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। সেমাবার দুপুরে বাখবারবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের গৌরীপুর শাখা ইনচার্জ প্রকৌশলী কমল কুমার ঘোষের নেতৃত্বে কার্গোটি জব্দ করা হয়। সোমবার দুপুরে এ অভিযান পরিচলানা করা হয়।
জানা যায়, গত কয়েকদিন ধরে একটি কার্গোভ্যানে করে বড় সিলিন্ডার ব্যবহার করে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করছিল একটি অসাধ চক্র। খব পেয়ে খবর পেয়ে গৌরীপুর শাখা ইনচার্জ প্রকৌশলী কমল কুমার ঘোষ ভ্রাম্যমান অভিযান চালিয়ে গ্যাস ভর্তি কার্গর্োভ্যানটি জব্দ করেন। যার নম্বর ঢাকা মেট্টো চ-১১-৫৬২১। পলে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিঃ এর পক্ষ থেকে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
কচুয়া থানার তদন্ত
কর্মকর্তা মো. শামছুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এর সাথে সম্পৃক্তরা গা-ঢাকা দিয়েছে। আমরা সম্পৃক্তদের আটকের চেষ্টা চালাচ্ছি।