ইয়াবাসহ আটক ২ মাদক সেবনে ১ জনের ৬ মাসের কারাদন্ড

 In চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা

 

পুরাণবাজার ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক এবং মাদক সেবনের দায়ে আরো ১ জনকে আটক করে ৬ মাসের সাজা দেয়ার ব্যবস্থা করেছে। ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, চাঁদপুর সদরের দোকান ঘর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্ব জাফরাবাদের নূরুল ইসলাম জমাদারের ছেলে কালু জমাদার (৩৬) কে মঙ্গলবার ১৩ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আগের দিন সোমবার দ্বীন ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪১) কে ৬ পিচ ইয়াবাসহ ধরা হয়। আটককৃতদের চাঁদপুর মডেল থানায় সোর্পদ করার পর তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক করা হয়। এছাড়া গতকাল পুরাণবাজারে রাস্তার পাশে মাদক সেবন অবস্থায় বুলবুল (২২) নামে একজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ আসামীকে নিয়ে গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসানো হয় এবং ৬ মাসের কারাদ- প্রদান করে বুলবুলকে জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

পুলিশ সুপারের নির্দেশক্রমে ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী কার্যক্রমে এসআই জাহাঙ্গীর আলমকে সহযোগিতা করেন হাবিলদার আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স। মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ফাঁড়ি পুলিশের অভিযান এবং টহল জোরদার অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent Posts

Leave a Comment