সৃজনশীলের প্রশ্ন কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

 In পড়া লেখা


সৃজনশীলের প্রশ্ন কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম বাতিলের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।আন্দোলনকারীরা শনিবার সকালে

‘সাধারণ ছাত্র সমাজ’ ব্যানারে শাহবাগে সমবেত হয়ে পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করলে এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধহয়ে যায়। পরে পুলিশ সচিবালয়ের পাশের রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেয়।এ সময় সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন সাতটি থেকে কমিয়ে আগের মতো ছয়টি করার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।সাধারণ ছাত্র সমাজের সমন্বয়কারী সাবিহা খান তুলি জানায়, আসন্ন এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ছয়টির পরিবর্তে সাতটি করার প্রতিবাদে আন্দোলন করছে তারা। ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ের সমাধান না হলে ৪ তারিখ থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।শিক্ষার্থীরা জানায়, আগে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হতো দুই ঘণ্টা ১০ মিনিটে। অথচ এখন একটি প্রশ্ন বাড়ানোর পর মাত্র ১০ মিনিট সময় বাড়ানো হয়েছে।

Recent Posts

Leave a Comment