তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি একে ২২ রাইফেল, একটি পিম্তল, ৫টি ম্যাগজিন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, সম্প্রতি গ্রেফতার দুই জেএমবি দম্পতির স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় গাজীপুরের বিভিন্ন স্থানে জেএমবি সক্রিয় রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে শনিবার গাজীপুরের পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
নিহত দুইজনের মধ্যে এক গাজীপুরের ডুয়েট ও অপরজন অন্য কোনো স্থানে ডিগ্রিতে পড়াশোনার জন্য গাজীপুরের বাড়িটি ভাড়া নিয়ে এক মাস আগে থেকে অবস্থান করে বলে বাড়িওয়ালার বরাতে জানান মুফতি মাহমুদ।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গাজীপুর শহরের হাড়িনাল এলাকার লেবু বাগান ও নোয়াগাঁও এলাকার পাতারটেকের সন্দেহজনক দুইটি বাড়িতে অভিযান চালায় র্যাব-১, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত।
শুরুতে নিহত জঙ্গি নব্য জেএমবির ঢাকা অঞ্চলের সমন্বয়ক আকাশ বলে জানায় র্যাব।