গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

 In আইন আদালত

গাজীপুরের টঙ্গীতে রোববার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোর (১৫) এবং শনিবার রাতে কালিয়াকৈরে বাসচাপায় অজ্ঞাত এক যুবক (৪০) নিহত হয়েছেন।

টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকাল সোয়া ৮টার দিকে টঙ্গী জংশনের ৪ নম্বর লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। তার বয়স আনুমানিক ১৫ বছর। পরণে নীল রঙের ফুল প্যান্ট ও সাদা চেক ফুল শার্ট রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
– বিজ্ঞাপন –

এদিকে কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরণে কালো রঙের শার্ট ও প্যান্ট রয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

Recent Posts

Leave a Comment