মতলবে তিন হাজার শিক্ষার্থীর মাদককে না বলার শপথ
সংবাদদাতা, মতলব উত্তর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়। লুধুয়া স্কুল এন্ড কলেজ, ফতেপুর উচ্চ বিদ্যালয় ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী সমবেত হয়। সভা শেষে স্ব-স্ব বিদ্যালয়ে শিক্ষার্থীরা ‘মাদক ,ইভটিজিং এবং বাল্য বিবাহকে “ না” বলার শপথ করে। শপথ বাক্য পাঠ করান মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক।। ৎ
লুধুয়া স্কুল এন্ড কলেজের সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জাকির হোসেন। বক্তব্য রাখেন সহ-অধ্যাপক রুহুল আমিন প্রমুূখ। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান শিক্ষক রজ্জব আলীর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম গোলাম নবী খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অভিভাবক সদস্যবৃন্দ, এসআই সুফল চন্দ্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।