আগামীকাল সাংবাদিক মাহবুবুর রহমান সুমনের বাবার মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার
আগামীকাল ৯ আগস্ট দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান সুমনের বাবা, চাঁদপুরের সাবেক সেটেলমেন্ট অফিসার মরহুম মো. আবুল হোসেন সরদারের ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ১৫ আগস্ট বাদআছর মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন চর-পাইয়াতলী গ্রামের আলী হোসেন সরদার কান্দি জামে মসজিদে স্মরণ সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আবুল হোসেন সরদার শরীয়তপুর জেলার সখিপুর থানার সম্ভ্রান্ত সরদার পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম আলী হোসেন সরদার, বড় ভাই মরহুম আমজাদ হোসেন সরদার ও ভাতিজা মরহুম সেলিম সরদার সখিপুর থানার দিগর মহিষখালী (ডিএম খালী) ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।
মরহুম আবুল হোসেন সরদার চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।
উল্ল্রেখ্য, ১৯৯৬ সালের ৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে আবুল হোসেন সরদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।