অনেক বাড়াবাড়ি করছিস, বলেই হামলা: ইমরান সরকার
‘অনেক বাড়াবাড়ি করছিস’ এমন হুমকি দিয়ে আবারও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা করা হয় বলে অভিযোগ তার।
হামলাকারীদের সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলতে না পারলেও, গতকালকে বা তার আগের হামলাকারীদের সাথে আজকের হামলকারীদের বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, হুমকির ধরণ একই বলে চ্যানেল আই অনলাইনকে জানান ইমরান এইচ সরকার।
তিনি বলেন, গতকালের হামলার প্রতিবাদে আজ শাহবাগে আমাদের প্রতিবাদ সমাবেশ ছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় একটা প্রেস মিট করে পরিবাগের দিকে যাচ্ছিলাম আমরা ৮-১০ জন।
‘বঙ্গবন্ধু মেডিকেলের সামনে যেতেই ১৫-২০ জনের একটি দল অতর্কিতে ইট-পাথর নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমাদের ওপর ইট-পাথর ছোঁড়ে এবং কিল-ঘুষি মারে।’
এর আগে গতকাল বিকেলে শাহবাগ মোড়ে হামলার শিকার হয়েছিলেন ইমরান। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন শেষে তার ওপর হামলা করা হয়েছিল।