চাঁদপুরে ছয় জেলের সাজা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে ask.fm tracker for android নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ছয় জেলেকে করাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী call gps sms tracker ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ।
সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড এবং বাকী http://androidphonetracker24.com/ তিনজনকে ১৫শ টাকা sms tracker pc করে অর্থদন্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. আলী
গাজী (২৮), বিল্লাল হোসেন (৩৫) ও ফারুক মাঝি (২৫)। এছাড়া অর্থদন্ড প্রাপ্তরা হলেন, ওসমান দিদার (৫২), লোকমান ছৈয়াল (৪২), ও হারুন মাঝি ( ১৯)।
buy essay online
চাঁদপুর সদর নৌ পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, সকালে জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশ মেঘনা http://androidphonetracker24.com/ নদীর হরিনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে দুপুর দিকে তাদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়।