চাঁদপুরে ট্রেণে কাটা পড়ে শিশুর মৃত্যু

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরে ট্রেণে কাটা পড়ে ইমন হোসেন শাওন (২) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের দেবপুুর এলাকায় এ ঘটনা ঘটে।



শাওন চাঁদপুর সদর উপজেলার দেবপুর দর্জি বাড়িরর মামুন হোসেন মিজির ছেলে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেললাইনের পথ ধরে ফুফু তাছলিমার সাথে ঘুরতে বের হয় শাওন। সকাল ১১টার দিকে চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ড্যামু ট্রেণের সাথে প্রচন্ড আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।



চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

Leave a Comment